এই জীবনটা-
সকালের চন্দ্রিমা অথবা সন্ধ্যের প্রভাকরের মতো
শতো ব্যথা হৃদয়ে নিয়ে অস্তমিত হয়।
সারা রাত-দিন আলো দিয়ে ভরিয়ে তুলি ধরনীর আধো প্রান্তর।
এই জীবনটা-
শুধু দিয়ে যায়।
বিনিময় হিসেবে কী পায় তার হিসেব করেনি কখনো।

নিজে পুড়ে আলো দেয়,
গাছ হয়ে ছায়া দেয়,
নদী হয়ে পানির অভাব পূরণ করে দেয়
আমার জীবনটা - ঠিক এমনই।

আঁধারের রাত্রিতে সীমানা নির্ধারণকারী তারকা হয়ে
পথ দেখায় সবাইকে।
এই জীবনটা-
শুধু দিয়ে যায়,
নিতে চায় না কিছুই।
বিনিময় কিছুটা পায়।
দুঃখভরা, ক্লান্তি যুক্ত জীবনে সময়ের অপব্যবহারে
আমি পুড়ে ছাঁই হয়ে যাই।

আমি শুধু দিয়ে যাই।
দূর প্রান্তরে দাঁড়িয়ে থাকা আমার আত্মা আত্মচিৎকার করে আমায় বলে, তোমার কিছুই নেই।
তুমি শুধু দিয়েই গেলে ;
তোমার দেহ,দেহের সমস্ত শক্তি,বুদ্ধি, সময় সবকিছু।
জীবনটা এমনই-
শুধু দিয়ে যায়
নিতে চায় না কিছুই।