আমার আছে দুখ লুকানোর দোকান
একটু বেশি দুঃখ থাকলে
কিংবা দুঃখ কাছে ডাকলে
আমার বিরাট দোকান ঘরে
লোকের দেয়া দুঃখগুলো ঢুকান।
অল্প দামে স্বল্প করে বেছি
লাগলে কারও নিতে পারে
দিই না আমি যারে তারে
এই দোকানে দুঃখগুলো
চোখের জলে খুব যতনে সেঁচি।
চাষ করে কেউ দুঃখ মনের ঘরে
তারা কাঁদে, নিরব থাকে
ব্যর্থ জীবন গল্পে আঁকে
এই দোকানে শেখাই আমি
দুঃখ বেছে সুখ কিভাবে ধরে।
আর বেশি নেই সময় দিলাম অল্প
দুঃখ নিয়ে জলদি এসে
এখান থেকে যাও গো হেসে
পুরো বিশ্ব ঘুরেফিরে
দাও শুনিয়ে এই দোকানের গল্প।