একা হয়ে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে, যে আকাশ হয়েছে বিশালতা, কে করেছে থাকে এতো বিশালতা?
কেও কি জানে, কেও হয়তো মানে
হয়তো কেও অবাধ্য, বাধ্য তার মুখোশ পরে মিশে যায় জীবনে। কঠিনও তো ঝড়ে লাশ বাহি ঘরে, কেও বিদায় দিতে পারে জনম জনম ধরে। একা থাকার ভয়ে শোয়াবে যে ঘরে, জ্বলবে আলো কে কবে জানে। আঁধার ঘরে বন্দী হয়ে, পারিবে কীভাবে শুধরাতে? বেমানান মন উড়ছে তো উড়ছে নিষিদ্ধ সীমানায়, যে সীমানায় অসংখ্য অতৃপ্তি তবু মায়া।