কখনো এই জীবনটা কিছু প্রশ্নের মানে খুঁজে
যার অর্থ শূন্য! কিছুটা নীলচে, উড়ে যাওয়া ফানুশের মতই। যার গন্তব্য আকাশ, যার উড়ে যাওয়ার ক্ষমতা আগুন। তেমনি জীবনের গন্তব্য টাও মানুষের আকাশ সমান। ব্যর্থতার ল্যাম্পপোস্টের নিচে বসে কিছু স্বপ্ন
আঁকড়ে ধরে আবার বাঁচতে শিখায়। নতুন করে শূন্যে এসে।
-রাজ উদ্দিন মিন্টু