এক বিকেল কান্ত শরীর, বাড়ি যাবার পথ।
পথের ধারেই শান্ত নদী, কখনো নদীর জলে তৃষ্ণা, অবশ্য অবেলায় কেটে গেলো দিন। সন্ধ্যার আলো হয়ে এলো, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আমার কেন জানি পা চলছেই না, আর চলবেই বা কি করে? কাঠ-পুরা রোদে ফেলে গেছে আমায়, আমার ভাগ্য। আমি সেদিন থেকেই আমার আমিকে পাল্টাতে চেয়েছি কিন্তু পাল্টাতে পারেনি, মাটিতে হাত দিয়ে কোনরকমে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে উপলব্ধি করলাম এই তো আমি পেরেছি, নিয়ম না মানা শহরে হারানো যায়না, হারানো যেতে হলে অনেক কিছু আছে, পাখি উড়ছে সন্ধ্যা আলোয়। ঠিক নিয়ম মেনে ফিরে আসে, তুমার আশা বারণ।
দুঃখের আকাশে সূর্য অস্ত, সবুজ গাছের ছায়া
মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবাটা মন্দ নয়
মন্দ নয় রুপকথার গল্প নিয়ে লেখা,
মন্দ নয়, মন্দ নয়
আমাকে যদি বল, আমি কে? আমি বলবো
আমি সেই যাকে সন্ধ্যা আলোয় ফেলেছে নর্দমার ড্রেনে, প্রতিহত পরাজয়ে কেটেছে, স্বার্থের নত জয়।