স্বাধীনতা, স্বাধীনতা মানে আমাদের রক্ত দিয়ে লাল-সবুজ কেনা জাতীয় পতাকা। স্বাধীনতা মানে, শত শত মায়ের চোখের জলে ভেজা সবুজ মাঠ। চোখের জলে ভেজা সবুজ মাঠে রক্তের ঠান্ডলি, ভাই হারা, বোন হারা শতশত মানুষের ঘরহারা, বিচিত্র চিত্র আঁকা সেই সময়ের স্বাধীনতা। স্বাধীনতা এ-তো এক পলয় যুদ্ধক্ষেত্র, শত্রুদের হুঁশিয়ারি রক্তের জলে স্নান, আকাশ বাতাস রাত গহীন সিমান্ত ঠিক নেই জানা, চারিপাশে লাশ, লাশ ছুঁয়ে শকুনের কামছে। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখল ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি
বটের ছায়া তরুণ মেধাবী শাণিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি আমার কাব্য জ্বলন অগ্নি বাণী
প্রতিবাদে যদি হয় আলোতে আধার, যদি হয়, করুন কণ্ঠে প্রতিবাদী জ্বলন অগ্নি বাণী। তাপসার চমক, চমকিয়া, বিনিষ্ট কষ্ট। তবু নত সুখ নাহি চাহিয়া, শির উঠিয়া বীরকন্ঠে, শত্রুর সাথে পাঞ্জা, লর লর যুদ্ধ। নিন্দ মস্তিষ্ক চুরমার ধ্বংস বৃত্ত!
স্বাধীনতা তুমি আমার অহংকার, নিরবতার শহরে অদৃশ্য মহামারি রুদ্র, বিশ্ব করেছিলে ছিন্ন বিচ্ছিন্ন।
আকাশ ফাটল বিদ্যুৎ চমকিয়া তুমি হওনি ক্লান্ত।
মৃত্যুর খেলায় খেলেছো তুমি অদৃশ্য এক নৃত্য।
স্বাধীনতা, তুমি মন মুক্ত হাওয়ায় জীবন চলে বৃত্ত পৃথিবীর আবেশে
কান্তি লগ্নে নতুন হয়েছে অভ্যেসে।
মৃত্যুর মঞ্চে দাঁড়িও তুমি, হাসি মাখা মুখে
মৃত্যু হবে বলেই, বেঁচে ছিলে তুমি জগত সংসারে।
স্বাধীনতা তুমি, শেখ মুজিবুর রহমান!