নূর
নূর নূরের আলোয় জীবনের প্রতিটি মূহুর্তের জন্ম হয়, কখনো মনের গভীরে লুকিয়ে রেখে অদৃশ্যে কারো ছবি আঁকে। সে অনেক অদ্ভুত, অদ্ভুত তার মিষ্টি হাসিটাও। তার চশমার ফ্রেমে বন্দি, মেঘ কালো বৃত্ত আঁকা দুটি চোখ। কাজলের লেপ্টে থাকা দুটি চোখে যখন প্রকৃতির অদৃশ্য শরীরে তাকিয়ে থাকে প্রকৃতির বুকে। আকাশের নীলচে আলোয় তার খোলা চুল, মুহুর্তেই হৃদয় রাঙ্গিয়ে তুলে, মাঝে মাঝে নিজেকে কল্পনার সাগরে ভাসিয়ে দেয় তরী, হাসতে হাসতে কান্ত তবুও তার হাসি রয়।
নূর
কবিতার পাতায় অজস্র শব্দ দিয়ে লেখে তার মনের সব কথা, কেও হয়তো বুঝে কেও হয়তো না, জীবনে বেঁচে থাকার ইচ্ছে অনেক তাঁর তবুও কি এতো বেঁচে থাকা যায়। সমস্ত মায়া আর সমস্ত স্মৃতি হয়ে যাবে ঝড়া ফুল!
নূর তবুও স্রষ্টার পৃথিবীতে দীর্ঘ বছর বেঁচে থাকো তোমার প্রিয় স্বপ্ন বুনে, কবিতার শেষ লাইন কিছুটা ফাঁকা থাক, যদি কখনো দেখা হয় অজস্রবার বলে দিব
নূর নূরের আলোয় আলোকিত অদৃশ্য মনে।
-রাজ উদ্দিন মিন্টু