আমার কল্পনার মেয়েটিকে নিয়ে লেখা, যদিও সে আমার চোখে স্পষ্ট, কিন্তু হয়তো আমি তার চোখে অস্পষ্ট।
নীলাদ্রি তুমি অবশ্য অদৃশ্য নীলাদ্রি, তোমার কাচ ভাঙ্গা চুড়ির শব্দ যদি একটু কষ্ট লুকিয়ে তাঁকে তাহলে তো আমি ধরে নিবো তুমি কাছের মানুষ কে ভুলতে চাও না, আমি ধরে নিবো চোখের জলে কপোল ভাসিয়া গেলো, জল তরী ব্যবধানে। তোমাকে ভালোবাসা যায়। তোমাকে জীবন সঙ্গী করা যায়, তোমাকে মুক্ত পাখির মতো উড়তে দিয়ে তোমার ডানায় ভর করে প্রশান্ত গভীর ঘুম দেওয়া যায়। তোমাকে সত্যি অনেক ভালোবাসা যায়, নীলাদ্রি কবিতা গন্ধে স্মৃতি মেকে, একটা গোলাপ নিয়ে এসে তোমার হাতে দিবো, অবশ্য তোমার পরনে নীল শাড়ি থাকবে। অদৃশ্য শব্দেরা ঘুরপাক খাবে চারদেয়ালে বন্দি, আমি হয়তো তোমাকে বলেই দিবো মনের কত-শত কথা।
তোমার আমার দেখা হলে হয়তো আমি নিরব হয়ে যাবো, আমাদের শহরটা থমকে যাবে, আকাশটা নীল হয়ে যাবে, তোমার কাচের নীল চুড়ির শব্দে, হয়ে যাবো আমি শব্দ হীন এক খন্ড পাতা, পাতায় চোখ ফেলে পড়ে নিও শব্দ হীন কিছু কবির কথা।