মৃত্যু টা খুব সহজ হয়ে গেছে,
জীবন রাস্তা হারিয়ে ফেলেছে।
জীবন থেমে গেছে, আত্মহত্যা মুক্তির পথ খুঁজে নিয়েছে, আপন ভেবে বিশ্বাস করে মানুষ। মানুষ সে তো মানুষ না জীবনের প্রয়োজনে লুটেপুটে নিয়ে যায় সম্পদ। শকুনের কম কি মানুষ হলেও সমস্যা কি, যৌবনে ছিঁড়ে খায় রক্তের হলে দোষ কি। তুমি নিরাপদ তুমি নিরাপদ সমাজটা আজ হায়নাদের নিরাপদ ভেবে তুমি লোকাবে কি করে। মা-বাবা কে পিটিয়ে মারছে ছেলে, দোষটা দিবে কাকে? সমাজের সামনে এসে সমাজ তো ধর্ষিতা কবে হবে মুক্তি তা, চোখে মুখে পাপ তার নেই তার যুক্তিটা। টাকার পিছনে পিছনে দৌড়াই দৌড়াই যদিও পকেটে ফাঁকা হতাশার লাঞ্ছনা। কবে হবে মুক্তি তার?