জীবনের প্রতিটি মূহুর্তের জন্ম হয় হতাশা
কখনো মনের মাঝে মনের খুনসুটি
দিশারী আর আলোড়ন এর মাঝে একবিন্দু প্রশান্তও
জীবনের রঙ্গিন শহরটা সবুজে ডাকা থাকে, কখনো মেঘ কখনো বৃষ্টির গতিক তুমি হীন প্রতিপন্ন মায়া।

হাতে কলম, বুক পাতার মাঝে লেখা চিহ্নিত হৃদয়।
কবি মনে উদভ্রান্ত সুনীল আকাশের বুকে, বুক পেতে বিছিয়ে হৃদয় তারুণ্যের মাঝে মিশে যাবো, হে মিশে যাবো ঘুমন্ত অধীনে।