কি হবে আমার এদেশে থেকে
যদি না আমার দেশের মানুষ গৌরবে তার বুক বড়ে গিয়ে, অন্য জনের বুক হয়ে যায় খালি,
যদি আমার মায়েরা থালা হাতে নিয়ে দারে দারে ঘুরে কি হবে, আমার দেশ
যদি অভাব অনটন দূর করতে না পারি।
জানি আমার সমাজ, আমার দেশ আজ রসা তলায় ডুবে গেছে, যে খানে মায়া নেই, ভালোবাসা নেই নেই কোন সততার শিক্ষা। কি হবে
জানি আমার লেখা কারো ভালো লাগবেনা, আমি জানি আমার কোন দাম নেই, অযথা মানুষের ব্যথার কথা লেখা বৃথা। কি করবো, আমি যে মাটির মানুষ আর সে মাটির মানুষ গুলোকে দেখতে বড্ড মায় লাগে খারাপ লাগে। ছোট ছোট শিশু গুলো যখন পরিবারের অভাবে না খেয়ে তাঁকে, মনে হয় আমার ছোট ভাই ছোট বোন না খেয়ে আছে। তবু কষ্টের কথা আমি কাহারে বলিবো বলো। যাহারে বলি সেই তো বলে আমি বড্ড গরীব।
তাই আমি বলতে চাই......

ধোনির ঘরে যদি অভাব ঢুকে
গরীবের ঘরে কিছু নাই।
      
                     ~ রাজ উদ্দিন মিন্টু