বোবা কান্নার দেহে আত্মচিৎকার, জ্বলজ্বল গায়ে রুদ্র ছায়া । কোন এক বিকেলে হয়তো তোমায় দেখেছিলাম হয়তো দেখেনি, তবু কেন তার এতো আয়োজন, দুঃখ দেবার জন্য। আমি তো যোজন যোজন দূরে, আমি তো তার না খোঁজে পাওয়া শহরেই হারিয়ে রইলাম, তবে কি হারিয়ে যাওয়া টাও ভুল, তবে কেন মুক্তি মিলছেনা। তবে কেন আমার চারিপাশে তোমার আত্মার আগমনে, আমি স্থির থাকতে পারিনা। পারিনা আমি নিজেকে ধরে রাখতে, ভালোবাসা এ-তো কঠিন, এতো স্নিগ্ধ, যার পরশ পাক বা না পাক তার উপস্থিতি সব সময় থেকে যায় মনে, সেখানে ব্যাথাগুলো বলে আর কতো, আমি ব্যাথা হয়ে এ ব্যাথা সহ্য করতে পারছিনা। নষ্ট শহরে ভালোবাসা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমারও ভালোবাসা, তবে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন বৃদ্ধি পাবে। যে আমি তোমাকে দেখেছি একবার, সে আমি ভুলবো কি করে আর। রুদ্র বিশালতা নদী ছোঁয়া জলে, ভালোবাসা থাক বিশ্ব পৃথিবীর বুকে। তুমি থাক সে শহরে, তুমি দেখ অন্ধের ভালোবাসা কতটা আপন, কতোটা বেদনার। তবে তো বুঝবে, তবে তুমি খোঁজবে, আমি ছিলাম তোমার প্রথম ভালোবাসা।
এখানে শেষ নয়
এখানে শেষ নয়
এখানে শেষ নয়
যেখানে শেষ, সে খানে জন্মে উঠে নতুন প্রাণ, নতুন উচ্ছাস।