বাবা
ভালোবাসি কথাটা বলবো বলবো বলা হয়না
তোমার হাসির কাছে আমি ঋণী
কেন ঋণী জানো বাবা, কারণ কখনো তোমার চোখে জল দেখিনি যতবার দেখেছি শুধু হাসি।
বাবা পৃথিবীর প্রতিটি বাবারা এমন হয়?
জানি না, স্রষ্টার এমন করুন নিতি মালা, এমন বহি বিম্বের আদান প্রদান জানি না। নিয়তি হয়তো আলাদা করে দিবে তোমার আমার ভালোবাসা আকাশ মাটি, মাঝে মাঝে তোমার উপর আল্লাহর কাছে প্রশ্ন রাখি, বুকের ব্যাথা গুলো পাড়ার সমান বড় করে, যে বাবা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেই। তার জন্য তোমার এই করুন হাল?
আল্লাহ তুমি সত্যি পারো বটে, আমি মানবো না, আমি মানবো না এমন নিয়ম নিষ্টুর নিতি। আমার চোখে জল দেখে তোমার দয়া হচ্ছে, হচ্ছে আগাতে আগাতে নির্মম ব্যথার বিন্দু ফোঁটা রক্তের অদৃশ্য কষ্ট। আমায় দেখে বড্ড হাসি পাচ্ছে? পাবেই তো

বাবা তোমার নিয়তি তোমার স্রষ্টা আজ মুখ ফিরিয়ে নিলো। তুমি চলে গেলে, আমার এই উৎসর্গ তোমার জন্য রয়ে যাবে।

বাবা তোমাকে বুকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে
আমি পারছি না, কারণ আমি তুমার অভাগা সন্তান।

ডাইরির পাতা, ভিজে গেল জ্বলে, আর লিখতে পারছিনা। বাবা, আমি না তোমার বোকা ছেলে? সত্যি বলতে তুমি

ফজরের আজান দিবে তুমি হয়তো মসজিদে যেতে পারবে না, তোমার পায়ের ধুলো লেগে আছে রাস্তাজুড়ে, আর তোমার কাশির শব্দ টা হয়তো পুরো বাড়ি মিস করবে।

বাবা, বাবা হওয়া সহজ কিন্তু সহজ বাবা হওয়া খুব কঠিন।

ভালো থেকো বাবা, তোমার প্রতি আমার শ্রদ্ধা
তোমার আদর্শে আমি গর্বিত। সেলুট বাবা!