শঙ্খচিলের মতোই আমি উড়েছি এতোটা কাল
কেও দিয়েছে প্রেম, কেও দিয়েছে কথা, কেও দিয়েছে পাহাড় সমান বুক ভরা ব্যথা। আবার কেও দিয়েছে সান্ত্বনা। আমি আমার আমাকে বুঝিনা, বুঝি অন্য জনা, কি আছে আমার? বলতে পারো আমি পারছিনা, রাতের আকাশে যখন দেখি চাঁদ, মনে হয় পৃথিবীটা এক ছোট্ট আলোর বাতি ধারায় আলোকিত, অথচ বিশাল পৃথিবী তার নিয়মেই চলে। রাত শেষে যখনই সকাল হয়, পত্রিকার পাতা খুলে দেখি হাজার অভিযোগ, মৃত্যুর খবর তো আছেই। কখনো কখনো মনে হয় এই ছোট্ট জীবনে, মৃত্যুর কি সম্পর্ক। যে টা চলে গেলেই পুরো পৃথিবী টা স্তব্ধ, তার মানে কি,,,,,,,,,,,,,,,,,
আমার মৃত্যু
     আমর জীবনের
            শেষ ঠিকানা।
যার সাদা কাপড়ের পোশাকগেই হলো শেষ পোশাক। কারণে অকারণে আর হাসবে না, কবিতা লেখবে না, অভিমান প্রিয়ার অপেক্ষাও আর করবে না, মাটির বুকে যার হবে ছোট্ট একটা ঘর, সে নিজেও জানেনা কতো হাজার বছর কাটাতে হবে এই আলোহীন ঘরে।
তবে কি আমার মৃত্যু আমার জীনের শেষ ঠিকানা।