আমাকে কবি হতে বাধ্য করো না
আমাকে প্রত্যাখ্যান করো না, যদি করো
আমি আগুনের ললাট ঢেউ বয়ে দিবো,
আমি সূর্য তাপে দগ্ধ
আমি শিক্ষিত সমাজের অশিক্ষিত মূর্খ
আমাকে কবি হতে বাধ্য করো না
নিরব আঁধারে ছায়ার খোঁজ নেই, নেই কোন অভিযোগ, আছে শুধু প্রত্যাখ্যান।