আমি ভালবাসি তোমাকে
এই সত্য কখনও যাবে না ক্ষয়ে,
নারী,
তুমি জননী
সহোদরা
প্রেমিকা
স্ত্রী
কন্যা
কতো রূপে প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছ জীবন
সর্বত্রই আজ তুমি আছো, মহিমাময়ী
অফিস আদালত, বাস ট্রাম, রাজপথ
সবখানে তোমাকে পাই
কাঁধে কাঁধ মিলিয়ে চলেছ, সহচরী
যেখানেই যাই, দাঁড়াই, করি যাত্রা বিরতি
তুমি আছো, গৌরবে দৃপ্ত, ভাস্বর।
নারী,
আমি ভালবাসি তোমাকে
আমি ভালবাসি আমার স্নেহময়ী মাকে
প্রাণের সহোদরাকে
প্রিয়তমা প্রেয়সীকে
হৃদয়সম আত্মজাকে
আমি প্রাণাধিক ভালবাসি
আমি ভালবাসি তোমাকে
এই সত্য কখনও যাবে না ক্ষয়ে
কারণ তুমি নারী
শুধু তুমিই পারো ভালবাসতে
নিঃস্বার্থ, অকৃত্রিম
সারাটি জীবন ধরে,
পুরুষ পারে না।