আমাদের সবার প্রিয় এই কবিতা সাইটে অনুবাদ কাব্য চর্চা কি সঠিক বা গ্রহণযোগ্য হবে? নিয়মাবলীতে পরিষ্কার লেখা আছে, অবশ্যই স্বরচিত হতে হবে, এছাড়াও দিনে একটি লেখা পোস্টের অনুমতি আছে সদস্যদের! তারপরও মাঝেমাঝে প্রকাশযোগ্য কোনও লেখা না থাকলে মনে হয়, ভালো কোনও ভিনদেশি কবিতা সকলের সাথে শেয়ার করি। দুয়েকজনকে দেখেছিও অনুবাদ কবিতা প্রকাশ করতে। আমার মনে হয় সুযোগটা রাখা যেতে পারে। এ ব্যাপারে সম্পাদকীয় বিভাগের কেউ প্রতিমন্তব্যে জানালে বাধিত হবো, এবং সিনিয়র কবিসহ সকল কবি বন্ধুদেরও আলোচনায় অংশ নিতে উদাত্ত আহবান জানাচ্ছি।
ধন্যবাদ।