সিঁড়িটা তেমনিই আছে
অনেক পুরনো সিঁড়ি
বাকি বিল্ডিংয়ের কিচ্ছুটি আর অবশিষ্ট নেই
কিন্তু সিঁড়িটা কীভাবে যেন টিকে গেছে,
শৈশব থেকে দেখছি ওটা ওরকমই
কতো চড়েছি খেলেছি পরিত্যক্ত বিল্ডিংয়ের
ওই সিঁড়িতে!
আজ অনেকদিন পর ছেলেবেলার শহরে
একাকী হাঁটতে হাঁটতে নজরে এলো সিঁড়িটা
অবিকল তেমনিই রয়ে গেছে,
কিন্তু চারপাশের অনেক কিছুই আজ নতুন
বিস্তর বাড়িঘর, দোকানপাট,
আর পুরনো স্থাপনাগুলো ইত্যবসরে আরও
পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে,
কেবল ওই কংক্রিটের রহস্যময় সিঁড়িটা
কী করে যেন টিকে গেছে,
আজও অবিকল সেদিনের মতো !