কতোদিন শুনি না প্রিয় গানগুলি, নিজেও গুণগুণ করি না
অনেকদিন; কতোদিন কেটে গেছে আমার সুর ছন্দহীন!
পৃথিবীর অবাক খরস্রোতা নদী সাতরে যেতে থাকি অবিরত
দীর্ঘ অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ হয়ে আছে- এ কংক্রিট শহর
সন্ধ্যা থেকেই চলে পিঁপড়েদের ব্যতিব্যস্ত আয়োজন ঘুমের
কৃষ্ণপক্ষ রাতে, আমি ভুল সুরে গেয়ে চলি বৃষ্টির লুল্যাবি।
আজও একইভাবে ঘুরে চলেছে স্যুভনির ঘড়ির কাটাগুলো!
আমার করপুটে অমোচনীয় বিগত দিনের বিদঘুটে কালি
আতরে নিষ্ফল ঘসে ঘসে দারুণ ক্ষয়ে গেছে খসখসে ত্বক
আমি ভুলে গেছি পথ ফিরবার- লাল ইটের দোতালা বাড়ি।
কাল ভোরে নিভে গেলে পৃথিবীর সমস্ত হলুদ নিয়ন বাতি
তুমি সূর্য নিয়ে দাঁড়িয়ো পথে- হে মোমের আফ্রোদিতি!