ফিরে যাও মধ্যরাতের আততায়ীরা
ফিরে যাও শূন্য হাতে
আমার জীবন এক নিঃসীম মহাসমুদ্র
এর কোনও শেষ নেই
এ জীবন অনন্তের
অন্যকোথাও চলে যাও তোমরা
মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ পাবে অনেক
শহরের সর্বত্রই
তারা জীবনকে ভালবাসে ঢের
তারা কাঁদবে, সম্মুখে দাঁড়াবে করজোড়ে
নতজানু হয়ে
বারবার কাতর ভিক্ষা চাইবে জীবনের।
ফিরে যাও মধ্যরাতের আততায়ীরা
ফিরে যাও শূন্য হাতে
আমি নই সে ভীরু কাপুরুষ
জীবনের কানাকড়ি মূল্য পাবে না এখানে
আমি নিঃসীম মহাসমুদ্র এক
আমার বিনাশের ভয় নেই
আমি অনন্তকালের
আমি চিরন্তন।
ফিরে যাও মধ্যরাতের আততায়ীরা
ফিরে যাও।