চলো আবার ফিরে যাই সেই ফেব্রুয়ারিতে
তারা ঝিলমিল রাত, ঝলমলে ঝাড়বাতি
উৎসবের আলোকোজ্জ্বল এভিনিউ
রঙবেরঙের ভারি শীতবস্ত্র পরা সুখী মানুষের ঢল
চলো আবার ফিরিয়ে আনি সেই উৎসবের রাত
আরব্যোপন্যাসের সোনার ডিম দেয়া রাজহাঁস
মাথায় যার দুর্লভ মণিমুক্তার মুকুট
গলায় বাহারি ফুলের সুরভিত মালিকা
চলো ফিরিয়ে আনি সেই হিরন্ময় আলোর রেখা
তোমার কপোলে জুলফির আলুথালু কালো চুল
আমি ঠিক সরিয়ে দিবো কোমল স্পর্শে প্রিয়তমা,
আমরা লিখবো অধুনা বিশ্বের সর্বোত্তম কিংবদন্তী প্রেমের
চলো ঘড়ির কাটাগুলো উল্টোদিকে ঘুরিয়ে নিয়ে যাই
পৃথিবীকে আবার সেই সুবর্ণ ফেব্রুয়ারিতে