তোমার চোখের তারায় আমি পৃথিবীর সবচেয়ে ভালো দিনের নিরমেঘ রৌদ্রজ্জ্বল আকাশ দেখেছিলাম। আহা, কাকে বলবো এ রোমাঞ্চকর অভিজ্ঞতা- সেই লাল সূর্যের অপার আকাশ, সোনালী ডানার নিষ্পাপ এক ঝাক সুখী চিল, রঙবেরঙের অগণিত ঘুড়ি! যদি ভুল করি, তবে শুধরে দিয়ো আমাকে- বিরাট এক সুনিবিড় অরণ্য ধারণ করেছিলে তুমি চোখে। পৃথিবীর একমাত্র অপাপবিদ্ধ অরণ্য, যেখানে কোনওদিন কোনও রক্তপাত হয়নি। মানুষ পশুপাখি ও যাবতীয় পোকামাকড় একত্রে মিলেমিশে করে বাস। আমি কী করে ভুলবো সেই লাল সূর্যের আকাশ; তোমার চোখের তারায় যা একদিন দেখেছিলাম, পৃথিবীর বিগত কোনও অস্তমিত অপরাহ্নে। উহু, আমাকে ব’লো না প্রেম ভালবাসি তোমাকে। তোমার দু’চোখ ঢের কথা জানে।
কবিতাটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/০৮/২০১৮, ০৮:১২ মি: