তোমার মন আজ খারাপ নাকি
চোখ দুটো ছলছল
রাতে কি ঘুম হয়নি ভালো
চোখের নিচেও তো পুরু কালির আস্তর !
সকালে বোধহয় খাওয়োনি ঠিক মতো
মুখটা শীর্ণ ও রূগ্ন দেখাচ্ছে খুব
তুমি আজ বড় বেশি নিশ্চুপ
আমার দিকেও তাকাচ্ছ না একবারও
অথচ আমি সেই কখন থেকে তোমার দিকে
তাকিয়ে আছি তো আছিই...
তুমিই শুধু এদিক সেদিক মুখ সরিয়ে নিয়ে
আমাকে উপেক্ষা করে চলেছ ;
নাকি আমাকে আর ভালবাস না আগের মতো
আমার প্রতি আর নেই কোনও আগ্রহ ,
উহু , এমন তো হতে পারে না
কিছু তো হয়নি দুজনার মাঝে
কোনও ঝগড়াঝাঁটি , ভুল বোঝাবুঝি !
বলো , কেন তোমার মন আজ এতো বিষণ্ণ
বাড়িতে কারও সাথে মনোমালিন্য
সবাই সুস্থ ভালো আছে তো
নাকি কাজের চাপে এরকমটা হয়েছে
কতো সকালে এসেছ ক্যাফেতে
যাবে কখন ?
বাইরে কিন্তু এখন রোদ ভীষণ
একটা ছাতা কেন রাখো না সাথে
এই গনগনে রোদে যদি নামো পথে
তবে আজ তুমি পুড়েই যাবে দস্যি মেয়ে !
নাহ , তোমার মন আজ একটুও ভালো নেই
তোমার অশ্রু টলমলে চোখ
ব্যথাতুর নির্লিপ্ত চাহনি
মুখে নেই বিন্দুমাত্র হাসি
সেই আড়চোখে তাকানো আগের মতো
ইশারায় ভালবাসাবাসি !
মেয়ে , তুমি জানো না তুমি বোঝো না
তোমাকে আমি কতো ভালবাসি
তোমার জন্য আজ আমারও সারাদিন
যাবে বেদনা নীল
আজ আমার দুপুরের উপবাস
তোমার কথা ভেবে ভেবে কেটে যাবে
শোকাভিভূত বিনিদ্র রাতও
এস্ট্রে ভরা সিগারেটের খোসা
কালো ধোয়া থুকথুকে কাশ
তুমি জানো না তুমি বোঝো না !