রুমা,
কতোদূরে যাবে তুমি একা একা
কোনও এক পথের বাঁকে ঠিক খুঁজে পাবে আমাকে
পৃথিবীর সমস্ত ঘড়ির কাটা আবার সেদিন থেমে যাবে, আর
আর আমাদের মাথার 'পর রৌদ্রময় সুবিশাল আকাশটা সত্যি সত্যি
শিল্পীর নিপুণ তুলিতে আকা ক্যানভাসে একটি নয়নাভিরাম ছবি হয়ে যাবে
কখনও কোনওদিন কোনও কালো মেঘ আর আসবে না তাতে, আর
আর আমাদের পৃথিবী থেকে মুছে যাবে সমস্ত ভুল ও নষ্ট আঁধার
মুছে যাবে বিগত জীবনের যতো পাপ ও অভিশাপ।
সেদিন তুমি আমাকে কড়ি ফুলের একটি মালা পরিয়ে দিয়ো।
রুমা,
তুমি কতোদূরে যাবে, না বলে 'ভালবাসি'!
তোমার অপলক দুটো চোখ মাছের চোখের মতো জেগে থাকে  
সেখানে থেমে যায় পৃথিবীর সমস্ত কুটিল, শাপিত ঘড়ির কাটা, আর
আর চারপাশের মানুষগুলো সব একেকটি বাতাসে ঠাসা বেলুন হয়ে যায়
নড়েচড়ে, বাতাসের আনুপাতিক দোল খায় কিন্তু আদতে কোনও প্রাণ নেই...
তুমি ওই দুটি চোখে কোনওদিন ঝর এনো না রুমা, করুণ অশ্রুধারা  
তারচে' অপেক্ষায় থেকো, একদিন পথের বাঁকে ঠিক দেখা হবে দুজনের।
সেদিন তুমি আমাকে কড়ি ফুলের একটি মালা পরিয়ে দিয়ো।