অক্টোবর অনেক কিছু বলে যায়,সব প্রিয় প্রিয় গল্প লেখা হয়ছে এই অক্টোবরে,যদি পিছন ফিরে তাকাই দেখি সব আবেগ এক জায়গায় জড়ো হয়েছে এই অক্টোবরেই।

অক্টোবরই বড়ো হতে শিখিয়েছে আবার কখনো এই অক্টোবরের উত্তরের হিমেল হাওয়ার আবেগে ভেসে গিয়ে ছোট হয়ে গেছি।

হঠাৎ করে গরম চলে গিয়ে ঠান্ডা পড়ার প্রথম অনুভূতিটা অক্টোবরে,প্রথম শিশীর স্পর্শ করার ভালোলাগা টাও এই অক্টোবরে।

অক্টোবর মানে শিউলী,অক্টোবর মানে ঘাসে ভেজা আমার বাড়ির উঠোন, অক্টোবর মানে অনেক অনেক কবিতা,অক্টোবর মানে জীবনানন্দ,সুনীল আর বিভূতিভূষণ।

অক্টোবর মানে ধুলো মাখা রাস্তায় আমার গ্রাম,ঘাসে মোড়া আলপথ,প্রেমিকার বেশে প্রকৃতি,সোনাঝুরি আর শান্তিনিকেতন।।

অর্ক(আসিফ)