সূর্য অস্তের লাল আভায় তুমি যখন আবির খেলবে
আমি মেঠো আলে দাড়িয়ে সেই সূর্যঅস্ত দেখবো৷
যখন দামোদরের তীরে সন্ধায়,কোন কোকিল,কুহু স্বরে ডেকে উঠবে,
আমি তখন কল্পনায় তোমার পাশে দাড়াবো
আগোছালো অচেনা কোন মেয়ে,একলা বসে কাদবে যখন
"তুমি" ভেবে না হয় ,চোখের জল মুছবো৷
দিনের শেষে কোলাহল যখন থেমে যাবে,
সবুজ ঘেরা মাঠে,তারাদের সাক্ষী রেখে তোমায় গল্প শোনাবো৷
শীতের কাক ভোরে সবাই যখন ঘুমাবে
দুজনে খুয়াশা ঢাকা গ্রামের সকাল দেখবো৷
যেদিন খুব করে বৃষ্টি হবে
তোমার নামে সেদিন একটা কবিতা লিখবো৷৷