মাঝে মধ্যেই ভাবী তোমার কথা সূর্য ভেজা খুব সকালে
এই সূর্য তোমায় ছুলে, ঠিক তোমায় কেমন লাগে।
মেঝে মধ্যেই ভাবী তোমার কথা, বৃষ্টি নামা আমার ছাদে
সেই বৃষ্টি ও কি স্পর্শ করে, তোমায় শুধু ছোঁব বলে।
মেঝে মধ্যেই ভাবী তোমার কথা, ক্যালেন্ডারে চোখ পড়লে
জানি তোমার আজ ভিষন কষ্ট, খাওনি তুমি সময় করে।
মাঝে মধ্যেই ভাবী তোমার কথা, ঘামে ভেজা কোন এক বাসের ভীড়ে
তুমিও কি ঠিক বাড়ি ফেরো , এমনি ভাবে নিয়ম করে।
মাঝে মধ্যেই ভাবী তোমার কথা,আশ্বিনের এই শারদ প্রাতে
তুমিও কি শিউলী কুরোও, যেমন কুরোই আমি রোজ সকালে।
মাঝে মধ্যেই ভবী আমি তোমার কথা ,আকাশ জুড়ে মেঘ নামলে
আজ কি তোমার মন খারাপ, একলা বসে ছোট্ট ঘরে।
মাঝে মধ্যেই ভাবী তোমায় কথা, রেলগাড়ির জানলা থেকে
সবুজ ঘেরা গ্রাম দেখা যায়, এমনি কোন এক তুমি গ্রামের মেয়ে।