কতো দিন হয়ে যায় তোমায় খুঁজে পাওয়া হয়ে ওঠেনা!

উদভ্রান্তের মতো খুঁজে যায়, সরষে খেতে, শিউলি ফুলে, নীল আকাশে, সদ্য কেনা নতুন বইয়ের প্রথম পাতায়।

তোমায় খুঁজে পাওয়ার চেষ্টা এখন অভ্যেসে, নয়ের দশকের গানে কখনো আবার অনুপমে।

শীতের সকাল, সোনালী রোদ, বৃষ্টির ফোঁটা, কবিতার লাইনেরা শুধু জানে তোমায় খুঁজে পাওয়ার ভয়ংকর রকম তৃষ্ণা কিভাবে গলায় কাঁটা হয়ে বিধে।

কতো না লেখা চিঠি ফিকে হয়ে যায়, কতো কবিতা পথ হারায়, কতো নববর্ষের উপহারের বই,ঠিকানা খোঁজে, তোমার নিরুদ্দেশের শোকে।

কতো অভিমান চাপা পরে যায়, কতো প্রিয় অভিযোগ দীর্ঘ শ্বাস নেয়, প্রতিদিনের কতো ছোট ছোট গল্প হারিয়ে যায় শুধু তোমায় খুঁজে না পেয়ে।