শীতের এক শুভ্রতা মাখা সকালে বলে ফেলবো ভালোবাসি ।
নলেন গুরের সুগন্ধী শুভাসে, শেষ শিউলি দের কলতানে যখন চারিপাশ মূর্ছা যাবে তখন বলে ফেলবো ভালবাসি।
ভোরের কুয়াশা ঢাকা চাদরে, শিশীরে ভেজা সকালের নীরবতায়, ধানের ক্ষেতের সোনালী আভায়, যখন পৃথিবী নৈসর্গিক দেখাবে তখন বলে ফেলবো ভালবাসি।
দুপুরের সর্ষে ক্ষেতের মায়া ভরা চোখে, উত্তুরের হওয়ার আদূরে ছোয়ায়, বোগেনভালিয়ার বাহারী রঙে যখন চারিদিক স্নিগ্ধতায় ভিজে থাকবে তখন বলে ফেলবো ভালোবাসি।
রাশ পূর্ণিমার মায়ভারা সন্ধ্যেয়, মেঘ মুক্ত হরিনীর চোখ নিয়ে চেয়ে থাকা তারা দের সমারহে, দূর থেকে ভেসে আসা কীর্তনের শব্দে, মাগরিবের আজানে, যখন চারিদিক সর্গিয় সুগন্ধে সুরভীত হবে তখন বলে ফেলবো ভালোবাসি।