এই যে মাঝে মধ্যেই তোমায় দেখি সূর্য ডুবলে, হারিকেনের আলোতে, মোমবাতির শেষ পাতে পরে থাকা সলতের নিভু নিভু মায়াবী আলো ছায়ায় ।

এই যে সেদিন পুরোনো একটা বইয়ের পাতা ওলটা তে ওল্টাতে একটা আটকে থাকা গন্ধ,যেন তুমি ময় ,সেই পাতার লাইন জানে কত বার মন চলে গেছে তোমাতে।

এই যে শরতের নীল সাদা মেঘে, হঠাৎ করে ঝম ঝমিয়ে পরা বৃষ্টিতে,সোনা রোদে তুমি সর্বত্র।
এই যে দমকা হওয়ায় দোলা সোনাঝুড়ি পাতায় রঞ্জনের বাহারী ফুলে, দেবদারুর আকাশ ছুঁতে চাওযা বনে,সব জায়গাতেই তুমি।

ভাদ্রের সবুজ ভরা ধানের পাতায়,কাশফুলের সারিতে,সন্ধ্যার আকাশে.....এই যে.....