কত দশক পেরিয়ে যায় তোমায় দেখা হয় না
অথচ তুমি থাকো সন্ধ্যের শিউলী মাখা গন্ধ্যে
অচেনা কিশোরীর চুরি কেনার আবদারে,দূর থেকে দেখা প্রেমিক প্রমিকার অ্যালবামে।
কত দশক পেরিয়ে যায় তোমায় দেখা হয় না
অথচ মনে হয় কাছেই আছো, বৃষ্টি ভেজা পাতায়,কাশফুলের মায়ায়।
কত দশক পেরিয়ে যায় তোমায় দেখা হয় না
অথচ সহস্র বার ছুঁয়ে ফেলি সোনা মাখা রোদ্দুরে, সন্ধ্যের ধ্রুব তারায়, পূর্ণিমার জোৎস্নায় ।
কত দশক পেরিয়ে যায় তোমায় দেখা হয় না
অথচ মাঝে মধ্যেই দেখি একটা খুব মন খারাপের দিনে, ভীড়ের মাঝে একলা থাকায়,নিভু আলোয় সন্ধ্যে বেলায় একলা হাটায়।
কত দশক পেরিয়ে যায় তোমায় দেখা হয় না
অথচ সহস্র বার মনে মনে মন দিয়ে ফেলি, সহস্র বার বলে ফেলি ভালবাসি পড়ে থাকা অচেনা মেয়ে ,ধুলো মাখা অচেনা মেয়ে,কান্না ভেজা অচেনা মেয়ে।