শিক্ষক মানে,জীবনের চলার পথের অন্যতম পথ প্রদর্শক
শিক্ষক মানে,সমাজের প্রধান মেরুদণ্ড
শিক্ষক মানে কোনটা ঠিক আর কোনটা ভুল
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া,
শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর।
যার প্রচেষ্টায় রুক্ষ পাথর ফিরে পায় স্নিগ্ধতা
যার প্রচেষ্টায় জীর্ণ নদী ফিরে পায় আপন গতি,
যার প্রচেষ্টায় ডানা ভাঙা পাখি টাও উড়ে যেতে পারে দূর আকাশে,
যার প্রচেষ্টায় তপ্ত মরুর বুকের গজিয়ে উঠতে পারে শিশু চারাগাছ,
যার প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকোর বুকে আশা জাগে তীরে ফেরার।
আমাদের জীবনের সফলতায়, ব্যর্থতায়
যিনি সব সময় পাশে থাকেন,
অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে যার উপদেশ,
যার উপদেশে আমরা জীবনের নতুন লক্ষ্য স্থির করি।
মা, বাবার পর যাকে নির্ভয়ে ভরসা করা যায়
তিনি আর কেউ নন,তিনিই হলেন শিক্ষক;
হে শিক্ষক, ধন্য তুমি,তোমার উপমা তুমি নিজেই
প্রণাম জানাই তোমার চরণে,তুমিই সভ্য সমাজের রক্ষক।