আষাঢ় মাসের দুপুর বেলা
সাদা কালো মেঘের ভেলা।
হরেক রকম বাঁশির সুরে
মনটা ভেসে যায় যে উড়ে।
তারই মাঝে রথের মেলা
কচি কাঁচা করছে খেলা।
কাছে দূরের আসছে মানুষ
আকাশেতে উড়ছে ফানুস।
হরেক রকম বিকোয় জিনিস
কোনটা ছেড়ে কোনটা কিনিস।
আম কাঁঠাল আর আনারস
কেজি পনেরো পাঁচশো দশ।
নানা রকম ফুলের চারা
আছে লেবু আছে পেয়ারা।
রকমারি পাখিও আছে
আছে খরগোশ আছে রঙিন মাছে।
কাঁচের চুড়ি, দুল, চুমকি মালা
আছে কাপসেট,আছে চিনা মাটির থালা।
এবার আসি খাওয়ার কথায়
জিলাপি শিঙাড়া ঘুগনি গজায়।
আরও আছে পরোটা আর মাংস কষা
পিঁয়াজি, পকোড়া, আলুর চপ সাথে শশা।
হঠাৎ কানে এলো শব্দ জোর
রাত নয়টায় যাত্রাপালা "নতুন ভোর"।
এখন চলছে বাউল গান
শুনলে পরে জুড়ায় প্রাণ।
এই ভাবেই,দেদার চলবে আড্ডা মজা ঘোরাঘুরি
যতক্ষণ জগন্নাথ থাকবেন তাঁর মাসির বাড়ি।।