নতুন বছর নতুন বছর
এনো এবার সুখ,
একঘেয়ে জীবন লাগেনা ভালো
ভরাও এসে বুক।

অসৎ মানুষ উন্নতি করে
আমরা যেইকে সেই,
তাদের চাপে আমরা মরি
হারিয়ে ফেলি খেই।

এবার তাই বলছি শোন
দিও মোদের সুযোগ,
ভাগ্যের চাকা ঘুরিয়ে দিও
আর কোরনা বিয়োগ।

নতুন বছর নতুন বছর
দিওনা আর দুখ,
ধৈর্য ধরে সহ্য করে
শুকিয়ে গেল মুখ।