ব্যস্ত এই শহরে ব্যস্ত মানুষের ভিড়ে
খুঁজে ফিরি রোজ,খুঁজে ফিরি চেনা সেই নিজেকে
জমে থাকা পোড়া স্মৃতি আর একদিকে ঝাপসা ভবিষ্যৎ,
আর তার মাঝে পথ হারানো ক্লান্ত অস্থির এক পথিক।

যে জানে না তার দুটো পা তার জীবন আর তার স্বপ্নেরা
কোন অচেনা অজানা পথে এগিয়ে চলেছে,
যে পথে নিজের ছায়াকেও মনে হয় অপরিচিত কেউ,
আর নিজেকে মনে হয় রঙচটা এক ক্যানভাস।

তারপরেও ভাঙা এ মনে এক বুক আশারা ভিড় করে থাকে
যেন হেরে যাওয়ার আগে হারতে চায়না সে কিছুতেই,
একদিন ঠিক প্রাণ ফিরে পাবে জমে থাকা কত কথারা,
একদিন ঠিক উষ্ণ প্রেমের পরশে রঙিন হয়ে উঠবে ব্যথাতুর হৃদয়,
একদিন ঠিক অচেনা অজানা পথ ফিরে পাবে গন্তব্য।।