একুশ মানে বিষন্নতা,মন খারাপের সুর
একুশ মানে চোখের জল,কাঁপে বুক দুর দুর
একুশ মানে গুলির আওয়াজ,আমার ভাইয়ের রক্ত
একুশ মানে হার না মানা লড়াই, মনকে করে শক্ত।
একুশ মানে অগাধ সাহস,লক্ষে অবিচল
একুশ মানে স্নেহের বাঁধন,আমার মায়ের আঁচল
একুশ মানে আত্মাভিমান,মর্যাদার লড়াই
একুশ মানে মাতৃভাষা, ভালোবাসি সব্বাই।
একুশ মানে গর্জে ওঠা,প্রতিবাদের ভাষা
একুশ মানে বাংলা গান,প্রাণ ভরে গায় মাঝি মাল্লা চাষা,
একুশ মানে স্বাধীনতা,একুশ মানে আশা
একুশ মানে মোদের গরব,আ মরি বাংলা ভাষা।