খুশির দিন খুশির দিন
আজ যে ভাই বড়দিন,
আনন্দেতে নাচি যে তাই
তাক-ধিনাধিন তাক-ধিনাধিন।
আজ যে প্রভু যীশুর
মর্তে আসার শুভ দিন,
তাই তো আকাশ বাতাস
আজ নানা রঙে রঙিন।
গ্রাম শহর শহর গ্রাম
শুধুই আজ যীশুর নাম,
যীশু যীশু নামের স্বরে
আজি উঠলো কেঁপে ধরাধাম।
ছোট বড় কত কেক
আছে কত কত উপহার
তাই বড়দিন এলে ভাই
ভরে যায় মন সব্বার।