শ্রাবণের আকাশ ঘিরে সেদিন ছিল
এক জমাটে অন্ধকার,
নদী ফুল পাখি সবার মন ছিল
কেমন মনমরা,ভারাক্রান্ত।
পাথর চাপা কষ্ট বুকে নিয়ে বাতাসও
যেন বয়ে চলে ছিল পাগলের মতো,
মেঘেদের কান্না সেদিন ঝরেছিল
অঝোরে, বৃষ্টির ধারা হয়ে।
প্রিয়জন হারানোর গভীর শোকে
তারা সেদিন যেন ভেঙে পড়েছিল,
বাঙালি হারিয়ে ছিল তাদের প্রাণনাথকে
সারা বিশ্ব হারিয়ে ছিল তাদের প্রিয় কবিকে।
কিন্তু এত সহজেই কি তাঁকে হারানো যায়
যার সৃষ্টি সমুদ্রের জলরাশির সমান,
যার সৃষ্টি মহাকাশের অগনিত গ্রহ নক্ষত্রের সমান
তিনি আমাদের অন্তরে মিশে,সুখে দুখে সর্বদাই।
তবুও সকলের মতো মন ভার তাদেরও
কারণ তারা যে ছিল কবির অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয়,
সেই দিনের মতো আজও মন ভার আকাশের
মন ভার নদী ফুল পাখি সকলেরই।
তারা যেন বারবার এভাবেই জানান দিয়ে যায়
আজও তারা কতটা দুখি তাদের প্রিয় মানুষটির জন্য,
তারা যেন বারবার জানান দিয়ে যায়,আজ বাইশে শ্রাবণ!
তাদের প্রিয় মানুষটির চলে যাওয়ার দিন।