চলো, এখনি চলো
বিলম্বে কাজ নেই -
কিন্তু যাব কোথায়?
ঠিকানা তার কি ?
সেখানে আছে কি?
কেনইবা যেতে হবে?
তাইতো, ভাবিনি সেকথা!
যদি বলি মৃত্যুর ওপারে
সেখানে আছে প্রাণ
আছে অনেক মান,
আছে মুঠো সুখ
নেই কোন দুখ,
আছে আশা
আছে বাসা,
আছে মাটি
সব খাঁটি!
সেখানে নেই অমানুষ
নেই ধর্মের বেড়াজাল
নেই ধান্দাবাজির দল
নেই নিষ্ঠুর সন্ত্রাস
নেই প্রতিযোগীতা
নেই সুবিধাভোগী
নেই ফন্দিবাজি
নেই দলবাজি
নেই জিহাদ,
আছে ভালবাসা
আছে মায়া-মমতা
আছে প্রেম, আছে স্নেহ
আদর্শে উদ্বুদ্ধ মানুষ!
তবে ধরো লাঠি
ন্যায়-নীতি-সত্যে গড়া
হাতিয়ার রাঙিয়ে নাও
রক্তপাতে বলী দাও
মনুষ্যত্বহীন অমানুষের স্বত্ত্বা!
তারপর ?
তারপর আকাঙ্খিত স্থান!
কোথায় সেই স্থান -
কি তার নাম ?
আছে স্থান
আছে মান
আছে প্রাণ
আছে গান
আছে দান!
রক্তপাতের শেষে
মানুষের ঠিকানা
উর্বর পৃথিবী !