বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া কলি
যা খুব সহজেই পেতে পারি
একবারও ভাবিনা ফুলের মৃত্যু,
যে ফুল ফুটলো তার ইচ্ছা
তার বাঁচার সংগ্রাম থেকে
বঞ্চিত করে নিজেদের স্বার্থসিদ্ধি
নিছক খেয়ালের বশে খুন !
সমাজ বাগিচায় ফুটেছে নানা ফুল
হিন্দু-মুসলমান-খ্রীষ্টান-বৌদ্ধ-শিখ-জৈন
ভিন্ন ভিন্ন প্রজাতির কুসুম দল
নানা গন্ধে নানা বর্ণে প্রস্ফুটিত।
আদর্শহীন প্রাণ অকারণেই ছিঁড়ে নেয়
অমলিন ফুলের প্রাণোচ্ছ্বাস আর উদ্যাম
অনাদরে ঝরে পড়ে কত শত স্বপ্ন !
তারা কি মানুষ ছিল কখনোও,
তাদের জন্মও কি বৃন্ত থেকেই !
প্রসবের আলোকে নয়
অন্ধকারের কালো রক্তক্ষরণে
কারা দিল তাদের জন্ম -
দুঃস্বপ্নের দূষিত রক্তবীজ হতে !