মীরা
     অর্জুন শর্মা

মনে কর কোন এক চৈত্রে; তোমার আঙিনায় ফেলেছি পা!
প্রখর সেই রোদ্রে পড়েছিল গা। শক্ত প্রাচীরে মতো পাহাড় দিয়েও ;
সাড়া ফেলেছিল, এক এক বিন্দু জলাশয়।
সবকিছু উপেক্ষা করে,

তোমার কাছে গিয়েছিলাম;সামান্য অনুভূতির আশায়। নিবে কি আমায় কাছে টেনে? মীরা!

প্রত্যাখানের পর প্রত্যাখান হয়েছি, নিজের হৃদয়ে কাছে।
কোথায় তুমি আর কোথায় আমি।
এ কথা ভেবে ভেবে।

তোমার ছায়াকে অদৃশ্য করতে গেলেও,
আমাকে হতে হয় ফুটন্ত সূর্য।
জলশূন্য হৃদয়ে খুঁজেছি তোমাকে, বহুবার!মীরা।

মীরা নেবে আমায় কাছে টেনে??


                                               মীরা?

~~Arjun Sharma