যেমন করে ঝিনুক মাঝে, মুক্ত করে বাস।
তেমন করেই হৃদয় মাঝে, তোমার স্মৃতির;
        আমি হলাম সুপ্ত থাকা লাশ ।।