প্রেমময় ভালাবাসা,শুধু অভিনয়,
ঘুমের যপনে প্রাণ, মোর বুঝি যায়;
কাদেঁ মন সারাক্ষণ,শুধু দিবানিশী,
দাউ দাউ জ্বলে অন্তর,ওগো প্রিয়শী।

রুলতা কথায় প্রাণ, জুড়ালে ব্যাথায়,
এই ছিল বুঝি মোর, কপালের দায়;
স্বপনে স্বপনে, অন্তরজুরালে সত;
আজীবন বয়ে, গঙ্গাধারা অবিরত।

সুখের লয়ে মন, হয়েছিল দিশারী,
সুখে মত্ত হয়ে, প্রেম করিনু ভিখারী;
স্বপনে স্বপনে,অন্তরজুরালে সত,
আজীবন বয়ে,গঙ্গাধারা অবিরত।

কাদেঁ মন সারাক্ষণ, শুধু দিবানিশী,
দাউ দাউ জ্বলে অন্তর,ওগো প্রিয়শী।

চিলাইপাড়া,ডোমার