ক্ষণস্থায়ী এই জীবনে;
জানি শত অবহেলার পরেও, আমাকে ভালো থাকতে হবে।
ভালো থাকতে হবে তোমাকে না দেখার নিয়ম করে।
হাজার কষ্টের অনূভুতি নিয়েও আমাকে ভালো থাকতে হবে।
জীবনের এই'হীন যাত্রায়, তোমাকে হারিয়ে আমি আজ নিঃস্ব।।
যেইদিন শেষ নিঃশ্বাসটুকু হুট করে বেরিয়ে যাবে, অধর দেহটা ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছে জাগবে; তোমার হৃদয়ে।
শুধু দূর থেকে তাকিও না! ছুঁয়ে দিও তোমার কমল পবিত্র স্পর্শে।
নাহলে! নাহলে অতঃপর কেবল একটি নামফলক মৃত্যু হবে আমার! বাকিসব মিথ্যে।