সরল মনে তোমায় খুঁজি প্রতিবিম্বের দ্বারে।
তুমি কি নেই?  নাকি তুমি আছো?
আনাচে-কানাচে সবাইরে প্রান্তরে!

কি বিষাদ দুর্গম নির্জনতা অন্ধকার ঠেলে , রোদ্দুর নিয়ে এলে।
উদাসী অবসাদ স্বপ্নভরা চোখ সমুদ্দুর মেলে৷
বিবেকের ন্যায় আত্ম চিৎকার, করি স্বাধীনতার গনজাগরণে।
আমি তো রুপসী বাংলা চাই; যে বাংলায় ধর্মের চেয়ে মানুষের সদা ঠাঁই৷
তুমি কি এ কথা শোন নাই,
‘‘সবার উপর মানুষ সত্য তাঁহার উপর নাই।’’
কেন এই বিবাদ সৃষ্টি; ধর্ম  নিয়ে হুট্টো বাদি৷
হোলিখেলায় মত্ত হয়ে ,রঙের বদল রক্ত নিয়ে ।
কি লাভ বলো ভাই?
লড়াই লড়াই লড়াই করে জীবন বাঁচাতে চাই৷

ছোট্ট হেনা কিছু জানে না,
কেন কাঁদছে তার ঠাম্মা;
প্রেমিকের ভাষায় পুড়ছে হৃদয়,
আগুনের ভাষায় ঘর;
মনের ভাষায় দন্দ আজ, দেশ ছেড়ে পালাবার৷

ইশ্বর তুমি আর কতদূর?

তোমার কি কর্ণপাতে, নেই কোন বালাই৷
কবিতার ভাষায় কাজী নজরুল হয়ে বিদ্রোহী ঘোষনা চাই৷
নির্যাতনের হাত থেকে আর রক্ষা পাবো কবে!  
ষোলো কোটি  নীড়ের শান্তির গান, একসাথে গাইতে যাবো কবে?
বলো!
কতদূর যেতে হবে আমায় ;
কতটুকু কাঁদলে পাবো তোমায়।

ইশ্বর তুমি আর কতদূর!

২১/০৭/২০২২
বাংলা বিভাগ