আমার একটা অসুখ হয়েছে!,
ভীষণ রকম অসুখ,  মন খারাপের অসুখ,
তোমার কাছে থেকে সরে যাওয়ার অসুখ,

এটাকে তুমি  কি লম্পটতা বলবে মীরা??  

তুমি সুখে আছো ওই নীল আকাশে; সুখ তাঁরা হয়ে।
আগুনের ফুলকিতে পুড়াচ্ছি আমি মনের বাসনাকে।

সহস্র বার মৃত্যুর যে তীব্র যন্ত্রণা আমি পেয়েছি ;
যেদিন তোমার নিস্তব্ধ দেহ'টা পরে ছিল মাত্র দশ হাতে দূরে।
ছুঁয়ে দেখার বিষন্ন বাসনা আমাকে টেনেছে একপলকে,অশ্রুরা আমাকে হেনেছে নিশংসভাবে।
তবুও সাহস হয়নি একটু পাশে যেতে।

এটাকেও কি তুমি লম্পটতা বলবে মীরা??

রুদ্রনীল আমার হৃদয়ে যে ঝড় তুলেছে,
একাকীত্বের বেদনা যে উপচে পড়েছে,
বিষাদ, অসহায় নির্গম অন্ধকার জীবনকেও
কি তুমি লম্পটতা বলবে মীরা??

মীরা তুমি কি জানো? প্রেম,ভালোবাসার উপাখ্যান,
  মৃত্যুর কোলে আজ;
ঢ'লে গেল অভিনয়ের আকাশে।  


২৬-১১-২০২৩
চিলাইপাড়া,ডোমার (রাত ২:১৯)