রঙের ছোঁয়া বসন্ত হয়ে, উঠলো ভেসে মনে;
      ফুল,পাখিরা  গাইছে কুহুকুহু গানে।
ভাষা গুলো কাব্য কবি ফুটুক ঠোঁটের ছোঁয়ায়;
রংবিহীন তুমি যে রাঁধা কাটলো পুরো সময়৷