বঙ্গবন্ধু (সনেট কবিতা)
অর্জুন শর্মা
পার্থিবে কখনো কভু,দেখেনি এমন,
জীবে এত প্রেম,মহাপুরুষ যেমন;
যুগ’গ মহাপুরুষ,আসেনি এমন,
গর্জ দাপটে ওদের,করিলে দমন।
ও ‘সহস্র বাঙালীর, কর্ণধর তুমি,
মহান আত্মদানে,করিলে বঙ্গভূমি;
হলো এই ইতিহাস,বঙ্গ বেদনার,
তবু গৌরবোজ্জ্বল,মহিমায় ভাস্বর।
এমদেশ যাহারা,নিন্দে করে যে জন,
ধিক তারে শত ধিক করি অপমান;
যতদিন পৃথিবী, রবে চিরন্তনর,
শোধ নাহি’ বে,আত্মত্যাগ বঙ্গবন্ধুর।
তুমি লাল-সবুজ,তুমি বাংলার ত্রাণ,
বঙ্গবন্ধু তুুমি বাঙালী জাতির প্রাণ।
05/03/2020 রাত 3:00 Am
রাইটার্স ©২০২০ অর্জুন শর্মা
চিলাইপাড়া, ডোমার, নীলফামারী
সনেট:সনেটটি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু কে নিয়ে লেখা। তরা মহান আত্মত্যাগে এইদেশকে আমরা পেয়েছি। বাংলাদেশ এখন বিশ্বতরের মানচিত্রে মাথা উঁচু করা দেশ,
আর এটি যার জন্য সম্ভব হয়েছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তাঁকে সরণি করে এই সনেটটি লেখা। তৃতীয় লাইনের( যুগ’ এবং গ) গ কে আর একটি যুগ বলে আক্ষিত করা হয়েছে এবং বারো লাহনের(বে) কে হবে বলে আক্ষিত করা হয়েছে।
এই সনেটটি চৌদ্দ লাইন বিশিষ্ট চৌদ্দ অক্ষরে রুপান্তিত। কক,খখ,গগ,ঘঘ,ঙঙ,চচ এবং ছছ আন্তমিল নিয়ে সাজানো