পার্থিবে কখনো কভু,দেখেনি এমন,
জীবে এত প্রেম,মহাপুরুষ যেমন;
যুগ’গ মহাপুরুষ,আসেনি এমন,
গর্জ দাপটে ওদের,করিলে দমন।

ও ‘সহস্র বাঙালীর, কর্ণধর তুমি,
মহান আত্মদানে,করিলে বঙ্গভূমি;
হলো এই ইতিহাস,বঙ্গ বেদনার,
তবু গৌরবোজ্জ্বল,মহিমায় ভাস্বর।

এমদেশ যাহারা,নিন্দে করে যে জন,
ধিক তারে শত ধিক করি অপমান;
যতদিন পৃথিবী, রবে চিরন্তনর,
শোধ নাহি’ বে,আত্মত্যাগ বঙ্গবন্ধুর।

তুমি লাল-সবুজ,তুমি বাংলার ত্রাণ,
বঙ্গবন্ধু তুুমি বাঙালী জাতির প্রাণ।

চিলাইপাড়া, ডোমার