আমার সন্তান মানুষ কুলে
          অর্জুন শীল
  ----------------------------------

শোন হে,মানব জাতি।।
আমার সন্তান হবেনা কভু,সন্রাসবাদী,,
আমার সন্তান হবেনা দেশদ্রোহী।।

আমার সন্তান হবে ন্যায়ের পথচারী।।

আমি শিখিয়েছি,দু- পায়ে হাটতে তাকে,
আমি শিখিয়েছি, ন্যায়ের পথে চলতে তাকে।।
আমার সন্তান হবেনা কভু,সন্রাসবাদী,
আমার সন্তান হবেনা দেশদ্রোহী।।

আমার সন্তান হবে ন্যায়ের সারথি।।

অন্যায় দেখলে করবে জুলুমবাজি,
ন্যায়ের কাজ ছিনিয়ে আনবে,,                                      ফুটাবে মুখে হাসি।।

অন্যায় দেখে কেমন করে ধরতে হয় বাজি,
শিখিয়ে দিব কেমন করে লড়তে হয় রাজি।।

         তবেই না আমার সন্তান হবে।।

চাকুরীজিবী সন্তান হয়ে কি লাভ বলো ভাই??
ঘুসখামারি খেয়ে সন্তান করছে অন্যায় কাজি।।

কেমন করে গর্ব করবো বলো ভাই??  সে সন্তান আমারি!!!!

ন্যায়ের পথে গড়ে তুলবো, করাবো
             পরউপকারী।।
ন্যায়ের পথে চলবে সে খাবেনা কোন, ঘুসখামারি।।

তবেই না সন্তান হবে আমার, আলোর দিশারী।।

দরিদ্রের পাশে দরাবে সে,
দেবে অন্যায়ের জবাব।।
আমার সন্তানকে বিলিয়ে দিব,
বুঝিয়ে দিবে সভাব।।

আমার সন্তান, আমার সন্তান,
থাকবে সকল মানুষের প্রানে।।
তবেই আমার সন্তান পরিচয় পাবে সর্বদা মানুষ কুলে।



কবির লেখা প্রথম কবিতা। যা বেশ অগোছালো। এটি প্রকাশ হয় ১-৩-২০১৮- সালে রংপুরে কন্ঠ নামে এক অনালাইন পত্রিকায়।