তোমার যদি সঙ্গ পেতাম;
            ভালবাসতাম এক নজরে!
সবকিছুতেই করতাম দ্বন্দ্ব,
      ভালোবাসার মন খারাপে।